আজকের দিনে বিদ্যুৎ সাশ্রয় শুধু খরচ কমানোর জন্য নয়, বরং পরিবেশ রক্ষার জন্যও সমান গুরুত্বপূর্ণ। ঘরে সামান্য পরিবর্তন এনে আপনি মাসের শেষে বিদ্যুৎ বিল অনেকটাই কমাতে পারবেন। চলুন জেনে নিই ঘরে বিদ্যুৎ সাশ্রয়ের ১০টি সহজ কিন্তু কার্যকর টিপস।
প্রচলিত বাল্ব বা টিউব লাইটের বদলে LED লাইট ব্যবহার করলে বিদ্যুৎ খরচ ৮০% পর্যন্ত কম হয়।
যে ঘরে কেউ নেই, সেখানে লাইট বা ফ্যান চালিয়ে রাখা বিদ্যুতের অপচয়। অভ্যাস করুন বের হওয়ার আগে সুইচ অফ করার।
ইনভার্টার এয়ার কন্ডিশনার, এনার্জি স্টার রেটেড ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার করুন। এগুলো কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী।
ফ্রিজ অযথা খোলা রাখলে কমপ্রেসর বেশি কাজ করে এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। প্রয়োজন ছাড়া ফ্রিজের দরজা খোলা রাখবেন না।
দিনের বেলা জানালা খুলে রাখুন, প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহার করুন। এতে লাইট-ফ্যান কম চালাতে হবে।
AC সবসময় ২৪-২৬ ডিগ্রিতে রাখুন। এতে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে এবং ঘরও আরামদায়ক থাকবে।
চার্জার, টিভি, কম্পিউটার, মাইক্রোওভেন – অনেক যন্ত্র বন্ধ থাকলেও বিদ্যুৎ খরচ করে। মাল্টিপ্লাগে সুইচ ব্যবহার করলে একসাথে সব বন্ধ করা সহজ হয়।
অল্প অল্প করে বারবার ওয়াশ করলে বিদ্যুৎ খরচ বেশি হয়। একসাথে পর্যাপ্ত কাপড় দিয়ে ওয়াশ করলে বিদ্যুৎ ও সময় দুই-ই বাঁচবে।
ফ্যান বা এসির ব্লেডে ধুলো জমলে মোটর বেশি চাপ নেয়। নিয়মিত সার্ভিসিং করলে বিদ্যুৎ খরচ কম হয়।
ঘরে ছোটখাটো সোলার সিস্টেম ব্যবহার করলে বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমবে এবং খরচও সাশ্রয় হবে।
বিদ্যুৎ সাশ্রয় মানেই স্মার্ট জীবনযাপন। এই ১০টি টিপস মেনে চললে মাস শেষে বিদ্যুৎ বিল কমবে, যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী হবে এবং পরিবেশও উপকৃত হবে।
👉 শামিম ইলেকট্রনিক্সে আমরা আপনাদের জন্য এনেছি এনার্জি-সেভিং ফ্রিজ, ইনভার্টার এসি, LED টিভি ও আরও অনেক কিছু—যেগুলো আপনাকে বিদ্যুৎ বাঁচাতে সহায়তা করবে।
You need to Sign in to view this feature
This address will be removed from this list